বই ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৪
"বইপোকা সম্প্রদায়" এর আয়োজনে ‘বই ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৪’ শুরু হয়েছে। আপনার সংগ্রহে থাকা যেকোনো বইয়ের ফটোগ্রাফির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
নিয়মাবলী:
১. বইয়ের ছবিটি অবশ্যই হতে হবে আপনার নিজের তোলা।
২. বইয়ের ছবি এই গ্রুপে পোস্ট করতে হবে।
৩ . পোস্টে অবশ্যই বই এবং লেখকের নাম উল্লেখ করতে হবে।
৪. গ্রুপে করা পোস্টটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে।
৫. #বইগ্রাফি২০২৪ হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে ।
৬. ফলাফল ঘোষণা করা হবে ছবির গুণগত মান বিচার করে।
৭. গ্রুপের এডমিন এবং মডারেটররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
সময়সূচি:
শুরু- ১ সেপ্টেম্বর ২০২৪
শেষ সময়- ১৫ সেপ্টেম্বর ২০২৪
ফলাফল ঘোষণা : ২০ সেপ্টেম্বর ২০২৪
পুরস্কার:
নির্বাচিত দুই জন পাবেন বই উপহার।
fb group link: https: //www.facebook.com/groups/1436020777118181

0 Comments